Workshop - Shorobor

অনলাইন ওয়ার্কশপ: কিভাবে খারাপ অভ্যাসকে ভেঙ্গে ভাল অভ্যাস তৈরি করা যায়

বলা হয়ে থাকে অভ্যাস মানুষের দাস।
কিন্তু দাস তো মনিবকে বদলাতে পারে না, সে স্বাধীনতা তার নেই।
কিন্তু মানুষের স্বাধীনতা আছে সে কোন অভ্যাস গড়ে তুলবে –
ভালো না খারাপ।
হতে পারে একটা সময় সে খারাপ অভ্যাস গড়ে তুলেছে।
কিন্তু যখন সে বুঝতে পারবে, বদভ্যাসটা ছাড়তে চাইবে – সে পারবে।
পথটা কঠিন কিন্তু সম্ভব।
একটা খারাপ অভ্যাসকে ত্যাগ করা যায় না, ভালো একটা অভ্যাস দিয়ে সেটাকে বদলে দিতে হয়।
আর সরোবরের আসন্ন ওয়ার্কশপে আমরা সেই জিনিসটাই শিখব ইনশা আল্লাহ।

ইনশাআল্লাহ, এই ওয়ার্কশপ শেষে আপনি যে কাজগুলো করতে সক্ষম হবেন:
– ‘আমরা কারা’ অভ্যাস কীভাবে আমাদের তা তৈরি করে- ব্যাখ্যা করতে পারবেন
– আপনার অভ্যাসের লুপটি চিহ্নিত করে তাদের আরও উন্নত করতে পারবেন
– অভ্যাস সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন
– আপনার দুনিয়া এবং আখিরাতের সাফল্যের জন্য ভাল কিছু অভ্যাস তৈরি করতে পারবেন
– আপনার কাজ এবং উদ্দেশ্যগুলির মধ্যে ফাঁক তৈরি করছে এমন খারাপ অভ্যাসগুলি ভেঙ্গে ফেলতে পারবেন
এই ওয়ার্কশপটি সম্ভাব্য যে বিষয়গুলো কভার করবে:
– অভ্যাসের লুপ বুঝতে পারা
– অভ্যাসগত বিষয়ে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে
– দুনিয়া ও আখিরা’তে সাফল্যের জন্য অভ্যাস কেন গুরুত্বপূর্ণ
– নতুন ভাল অভ্যাস গঠন
– খারাপ অভ্যাস ভঙ্গ করা
– বেসিক অভ্যাস
– অভ্যাস গঠন এবং ভাঙ্গার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত গুরুত্ব
– অভ্যাস এবং আইডেন্টিটির মধ্যে সম্পর্ক
– সংগঠন এবং সম্প্রদায় কীভাবে অভ্যাসের সুবিধা অর্জন করে
– কুরআন ও সুন্নাহ এর আলোকে অভ্যাসসমূহ
তথ্যসূত্র: ওয়ার্কশপটিতে নিম্নলিখিত সোর্সগুলো ব্যবহার করা হবে –
– কুরআন (নির্বাচিত আয়াতসমূহ। অংশগ্রহণকারীদের কাছে কুরানের হার্ড কপি বা ইলেকট্রনিক অনুবাদ কপি থাকতে হবে)
– হাদীস (নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর নির্বাচিত বাণী)
– অভ্যাসের শক্তি, চার্লস ডিউইগ
– পারমাণবিক অভ্যাস, জেমস ক্লিয়ার
ইন্সট্রাক্টর প্রোফাইল:
শাহরিয়ার খান, আন্তর্জাতিক প্রশিক্ষক, কোচ এবং পরামর্শক
– শীর্ষস্থানীয় পরামর্শক প্রতিষ্ঠানে বিজনেস ডেভেলপমেন্ট, প্রোজেক্ট ম্যনেজমেন্ট ও পরামর্শক হিসেবে ১৫ বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা
– টোটাল গুড লাইফ এর প্রতিষ্ঠাতা
– প্রোডাকটিভ মুসলিম মাস্টারক্লাসের স্নাতক ডিগ্রীধারী এবং প্রোডাকটিভ মুসলিম এর বারাকাহ একাডেমির সদস্য
– পনেরোটি দেশে আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রকল্পে শত শত সংস্থার সাথে সফলতার সাথে কাজ করেছেন
– আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণ ডিজাইন, পরিচালনা ও সরবরাহের কাজে বারো বছরেরও বেশি অভিজ্ঞতা
– ৩০ টিরও বেশি দেশের শত শত সরকারী, বেসরকারী এবং এনজিও কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছেন
২০ ও ২১ নভেম্বর সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৯:৩০টা
ওয়ার্কশপ ফি – ৫০০ টাকা।
মার্চেন্ট একাউন্ট:
0186 100 5555 (বিকাশ)
0186 100 5555 5 (রকেট)
টাকা পাঠানোর পরে প্রাপ্ত TRX ID অর্থাৎ ট্রানজেকশন আইডিটি দিয়ে ফর্ম পূরণ করুন।