Workshop - Shorobor

অফলাইন ওয়ার্কশপ -“The Art of Public Speaking from Sunnah of Rasulullah Sallallahu alaihi Wa sallam”

কেমন হতো যদি রাসুল(সা) এর কথা বলার, পাবলিকলি বক্তৃতা দেবার কিংবা মানুষকে উৎসাহিত করার পদ্ধতিগুলো আমরা নিজেদের মধ্যে আয়ত্ব করে নিতে পারতাম?
এমন বিষয়কেই সামনে রেখে আসছে ২৬ ডিসেম্বর সরোবর আয়োজন করতে যাচ্ছে অফলাইন ওয়ার্কশপ -“The Art of Public Speaking from Sunnah of Rasulullah Sallallahu alaihi Wa sallam”

তারিখ: ২৬ ডিসেম্বর (শনিবার)
সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ০১:০০
স্থানঃ ঢাকা। ভেন্যুর সুনির্দিষ্ট নাম রেজিস্ট্রেশনকারীদের জানিয়ে দেওয়া হবে।
রেজিস্ট্রেশন ফি: ৮০০ টাকা

শুধুমাত্র ছেলেদের জন্য।

মার্চেন্ট একাউন্ট:
0186 100 5555 (বিকাশ)
0186 100 5555 5 (রকেট)

টাকা পাঠানোর পরে প্রাপ্ত TRX ID অর্থাৎ ট্রানজেকশন আইডিটি দিয়ে ফর্ম পূরণ করুন।

ফর্মের লিঙ্ক এখানে

ওয়ার্কশপটিতে যে ব্যাপারগুলো নিয়ে কাজ করা হবে:
১. কি বলে প্রেজেন্টেশান শুরু করতে হবে
২. কথা বলার সময় মুখের ভাব কিরূপ হবে
৩. কি ধরনের পোশাক পরতে হবে
৪. কথা শুনার সময় কি ভাবে শুনতে হবে
৫. কোথায় এবং কিভাবে তাকিয়ে কথা বলতে হবে
৬. কি ভঙ্গিমায় দাঁড়াতে হবে
৭. পাওয়ার পোজের ধরন কি হবে
৮. গলার সুর কি রকম হবে
৯. কি ভাষায় কথা বলতে হবে
১০. কথা বলার গতি কি রকম হবে
১১. শব্দের ব্যবহার কতটা হবে
১২. দ্রুত কথা বলার অভ্যাস দূরীকরণের উপায়
১৩. একই শব্দের বারংবার/ অপ্রয়োজনীয় ব্যবহার (মুদ্রাদোষ) দূরীকরণের উপায়
১৪. একই লয়ে (Monotone) কথা বলার অভ্যাস দূরীকরণের উপায়
১৫. তথ্য প্রদানের আগে এর সত্যতা যাচাইয়ের গুরুত্ব
১৬. তথ্যের পুনরাবৃত্তি করার গুরুত্ব

ওয়ার্কশপটি পরিচালনা করবেন জুনায়েদ মুনির স্যার, যিনি দীর্ঘ ২৩ বছর অ্যামেরিকা, সৌদি আরব এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্ট, ট্রেইনার এবং শিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং IQAC এর ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।