আচারের গন্ধের মধ্যেই একটা মৌ মৌ ব্যাপার আছে। এর নামই হোক বা ঘ্রাণ শোনা মাত্রই জিভে পানি চলে আসে। আচার পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াটাও দুষ্কর।
যেকোন সাধারণ মানের খাবারের সাথেও আচার পরিবেশন করলেই যেন খাবারের স্বাদ আর পরিবেশ দুটোই দুম করে বদলে যায়।
সরোবর থেকে আচার নিয়ে আসার অনুরোধ বহু পুরোনো। এতদিন ঠিকঠাক স্বাদ আর একটু এক্সক্লুসিভ মানের আচারের সন্ধান না পাওয়ায় একটু দেরিই করে ফেললাম আমরা। কথায় আছে- “বেটার লেইট দেন নেভার”।
তাই একটু দেরি করে হলেও সরোবর এবারে নিয়ে এসেছে তিন ধরণের আচার- রসুন ও আমের আচার, আমের মিষ্টি আচার এবং আমের চাটনি।
চেখে দেখুন। মারাত্মক স্বাদ গ্যারান্টেড!