কফের ওষুধ না মধু?
অ্যামেরিকার বিখ্যাত মায়োক্লিনিকের ডাক্তার জেমস স্টেকেলবার্গ জানাচ্ছেন,
২ বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের রাতে ঘুমাতে যাওয়ার আগে ২ চা চামচ মধু খাইয়ে দেখা গেছে রাতে কাশি যেমন কমেছে, বাচ্চাদের ঘুমটাও ভালো হয়েছে।
সত্যি বলতে এক পরীক্ষায় দেখা গেছে বিভিন্ন ওভার-দ্য-কাউন্টার ওষুধের উপকরণ ডেক্সট্রোমেথরফ্যান আর মধুর কার্যকারীতা সমান সমান।
তাই আপনার শিশুকে সারাদিন ঝিমুনিতে আচ্ছন্ন রাখবে এমন ওষুধের বদলে দুচামচ মধু খাওয়ান। কাশির ওষুধের কাজ-ও হবে, আরো নানাবিধ পুষ্টিও পাবে।