কেনাকাটায় আস্থা ও নির্ভরতা
শফিক সাহেবকে আজ সকাল সকাল বাজার করতে বেরুতে হচ্ছে। যাবেন লালমাটিয়ার বড় বাজারটায়। গিন্নি তাকে লম্বা ফর্দ ধরিয়ে দিয়েছেন। সাত সকালে হেটে যেতে অবশ্য ভালোই লাগছিলো। ডাক্তারও আবার পরামর্শ দেন প্রতিদিন অন্তত আধঘন্টা হাটার জন্য। বাজারের তালিকায় একটু চোখ বুলিয়ে নিতে টমেটো সসের উপরে চোখ পড়লো। গিন্নির বেশ পছন্দের, তারও কম নয় অবশ্য।
মনে পরে গেলো, গতকাল দেখা খবরের কাগজের লেখাটা। এখনকার সময়ে অবশ্য এ কাগজের উপর ভরসাটা নেই। হলুদের রঙ ছাপিয়ে লাল হওয়ার উপক্রম। সে যাকগে, কিছু খরবের আবার সত্যতা ও আছে। কিঞ্চিত বিবেক-বুদ্ধির ব্যবহার করতে হয় আরকি!
খবরে এসেছে ‘নারায়ণগঞ্জের ফতুল্লায় নকল সস তৈরির কারখানা পাওয়া গেছে। ক্ষতিকর রাসায়নিক পদার্থের মিশ্রণে তৈরি হচ্ছিলো সস।’ ইদানিং এক বড় কোম্পানির নাম ধাম শোনা যাচ্ছে, যারা বেশ নেচে গেয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে অন্যান্য পণ্যের সাথে টমেটো সসও বিক্রি করে। এসব সসে আবার সব উপকরণই থাকে, টমেটো থাকে খুব কম!
তিনি বেশ নিশ্চিন্তেই থাকেন। কারণ সসটা কেনেন ‘সরোবর’ থেকে। একদম হোমমেড। চিন্তা করেছেন, ফেরার পথে লালমাটিয়ার শপ থেকে কিনবেন। অবশ্য সময় না পেলে অনলাইনেই অর্ডারের কাজটা সেরে ফেলবেন।
শফিক সাহেবের বাজারের ফাঁকে জানিয়ে দিচ্ছি , সরোবরের টমেটো সস অর্ডার করতে চাইলে ক্লিক করুন দ্রুত — https://www.shorobor.biz/product/tawmatum-tomato-ketchup/
শফিক সাহেব বাজার শেষে রিকসায় ফিরছেন। হাতে এক গুচ্ছ লাল গোলাপ। ফেরার পথে টমেটো সসটাও নিতে ভোলেননি!