আপনি জানেন কি, সাধারণত স্ন্যাকসের সঙ্গে খাওয়া ছাড়াও টমেটো সসের আরও কিছু সিক্রেট ব্যবহার আছে?★ বিরিয়ানি রান্নায় স্বাদ বৃদ্ধির জন্য বিরিয়ানি মশলার সাথে টমেটো সস্ ব্যবহার করা হয়। ★ রোস্টের রেসিপিতেও টমেটো সসের ব্যবহার বহুল জনপ্রিয়। ★ অনেকেই ফার্মের মুরগী খেতে পছন্দ করেন না। ফার্মের মুরগী ছোট ছোট টুকরো করে কেটে পেঁপে, গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে টমেটো সস্ ব্যবহার করে তৈরী করে ফেলতে পারেন চিকেন উইথ ভেজিটেবল গ্রেভি।
আজকাল অনেকেই ভেজাল থেকে বাঁচতে ঘরেই বানিয়ে নেন টমেটো সস। আর ঘরে তৈরীর ঝামেলা এড়াতে ভেজাল মুক্ত ফ্রেশ সসের জন্য সরোবরের টমেটো সস হতে পারে চমৎকার একটি সমাধান।
টমেটো সসের সিক্রেট ব্যবহার
07
Aug