Health Blog

ত্বীন ফিরে এলো

ত্বীন ফল কি সেটা নতুন করে এখন আর বলবার প্রয়োজন নেই। এমনকি আগে আমাদের মাঝে দেশি ডুমুর আর কুরআনে উল্লেখিত ত্বীন নিয়ে যে কনফিউশান ছিল সেটাও এত দিনে দূর হয়ে গেছে। তাই এসব কিছু বলতে আজ আসি নি। বলতে এসেছি, ত্বীন আবার ফিরে এসেছে।

সরোবর যখন প্রথম ত্বীন নিয়ে এসেছিল তখন থেকে আপনাদের ব্যাপক সাড়া আমরা পেয়েছি। মাঝখানে বেশ কিছুদিন ভাল মানের ত্বীন আপনাদের সামনে হাজির করতে পারি নি বলে স্টক আউট ছিল। এরই মাঝে আপনাদের অসংখ্য ইনবক্স-প্রশ্ন আমাদের কাছে এসেছে, ” ত্বীন কবে আসবে?”

তাই আজকের ঘোষণা- এখুনি ত্বীন অর্ডার করে ফেলতে পারেন সরোবরের ওয়েবসাইট থেকে।