বাংলাদেশে প্রতিদিন ২৮ জন মানুষ আত্মহত্যা করে
আত্মহত্যার মূল কারণ হতাশা। নিজেকে না চেনা। যে সমস্যাটা তার কাছে পাহাড়ের মতো মনে হচ্ছে সেটা কীভাবে সমাধান করা যায় তা না জানা। হতাশার শেষ সীমা আত্মহত্যা। যারা শেষ সীমানায় পৌঁছেনি তারাও যে সুখে থাকে এমন না। কেউ বেঁচে থাকে জম্বির মতো – জীবন যাপন করে যায় কোনোমত। কেউ হতাশা ভুলে থাকতে নেশার পথ ধরে – পরিবারে অশান্তির উৎস হয়। কেউ বা আবার চরমপন্থার দিকে চলে যায়। আত্মঘাতী হয়, ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছি। হতাশার সবচেয়ে বড় ঔষধ এর মুখোমুখি হওয়া।
নিজের মুখোমুখি হওয়া। নিজেকে চেনা।
নিজের গুণগুলো খুঁজে বের করা – সেসব সক্ষমতার জন্য আলহামদুলিল্লাহ বলা।
নিজের দুর্বলতা খুঁজে বের করা – সেগুলোকে সাজানো – কোনটা থেকে আগে বের হতে হবে। তারপর কীভাবে বের হতে হবে – সে পথ খোঁজা।
যারা জীবনের ওপরে হতাশ, নিজের ওপরে হতাশ – বুঝে উঠে পারছেন না – কী করবেন, কীভাবে করবেন – কীভাবে জীবনটাকে গুছিয়ে নেবেন।
কেমন করে জীবনের একটা লক্ষ্য ঠিক করবেন এবং তারপর সেটার পেছনে পরিশ্রম করে যাবেন কীভাবে – সেটা আমাদের এবারের ওয়ার্কশপ – “Lift Your Life” এর বিষয়।
আমাদের প্রশিক্ষক হিসেবে থাকবেন আব্দুল আলিম মুনশি, M.Com, MBA, FCMA।
তিনি বর্তমানে ফাইবার এট হোম লিমিটেড এর একজন ডিরেকটর এবং চিফ ফিনানশিয়াল অফিসার হিসেবে কর্মরত আছেন।
বিজনেস এক্সিকিউটিভদের জন্য তিনি “সেলফ লিডারশিপ মাস্টারক্লাস” এবং “কম্পাস” নামের দুটো ট্রেনিং প্রোগ্রামের ডিজাইনার।
আপনি কি জীবনটা গুছিয়ে উঠতে পারছেন না? যেখানে যেতে চাচ্ছেন, পারছেন না?
আপনার কাছে অনুরোধ থাকবে সরোবরের ‘LIft Your Life’ কর্মশালাটিতে যোগ দেওয়ার।
আপনার চারপাশে কী এমন কেউ আছে যে প্রচণ্ড হতাশায় ডুবে আছে?
অনুরোধ থাকবে তাকে এই ওয়ার্কশপে আমন্ত্রণ জানানোর।
ওয়ার্কশপের তারিখ – শনিবার, ২০ অকটোবার।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ওয়ার্কশপ ফি – চাকরিজীবিদের জন্য ১০০০ এবং ছাত্রদের জন্য ৮০০ টাকা।
দুঃখের সাথে জানাচ্ছি এই কর্মশালাটা শুধুমাত্র ভাইদের জন্য।
অংশগ্রহণকারীদের সারটিফিকেট দেয়া হবে ইন শা আল্লাহ।
রেজিস্ট্রেশন লিঙ্ক – https://goo.gl/forms/CoDTxr46IOFsn9wH3