Awareness Blog

মহররাম মাসের সিয়াম

আল্লাহ্‌র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,আশুরার দিনের সিয়াম বা রোযা আগের এক বছরের গুনাহ (সগীরা গুনাহ) মুছে দেয়। (মুসলিম)আশুরা তথা ১০ই মুহাররমে তিনি আমাদের সিয়াম রাখতে বলেছেন। ইহুদী জাতিও দশ তারিখে সিয়াম রাখে বিধায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ১০ই মুহাররম এর পাশাপাশি এর আগের দিন বা পরের দিন অর্থাৎ ৯ অথবা ১১ মুহাররম সিয়াম রাখতে বলেছেন যাতে তাদের সাদৃশ্য না হয়। (মুসনাদে আহমদ ১/২৪১)

আমাদের দেশে আশুরার দিন ২০ আগস্ট অর্থাৎ শুক্রবার। তাই এর সাথে মিলিয়ে ১৯ অথবা ২১ আগস্ট সিয়াম রাখতে হবে। চার সম্মানিত মাসের অন্যতম একটি মাস মহররম। আমরা আশুরার সিয়ামের গুরুত্ব বুঝে নিজে এবং আমাদের পরিবারকে নিয়ে রোজা রাখার চেষ্টা করি।