ইট-পাথরের এই নগরে যান্ত্রিক জীবন! বাচ্চারাও বন্দি এই যান্ত্রিকতায়। ঘর, ক্লাস, কোচিং, মোবাইল, ল্যাপটপ, টিভি, ভিডিও গেমস এতেই জীবন সীমাবদ্ধ। খেলার মাঠ নেই, বুদ্ধিবৃত্তিক চর্চার অবকাশ নেই। চারদেয়ালে বন্দি থেকে স্ক্রিনে বেশি সময় কাটিয়ে ব্লু লাইটের ক্ষতিকর প্রভাবে প্রভাবিত হচ্ছে।
মা-বাবারা একটু চেষ্টা করলেই বাচ্চাদের হাতে মোবাইল, ল্যাপটপের বদলে বুদ্ধিবৃত্তিক চর্চা হয় এমন খেলার উপকরণ দিতে পারেন। অনেকরকম প্রোডাক্টিভ গেমস আছে যেগুলোতে বাচ্চারা সরাসরি নিজেরা যুক্ত হয়ে খেলতে পারবে। ভার্চুয়াল জগতের খেলাধুলায় বরং বাচ্চার মানসিক বিকাশ হয় না, চোখের ক্ষতি হয়, মানুষের সাথে মিশতে পারে না, সামাজিকতা রক্ষায় একদমই আনাড়ি হয়, কথা বলা শিখতেও অনেক সমস্যা হয়, বাচ্চাদের মানসিক সমস্যা শুরু হয়।
এরচেয়ে যদি বাচ্চাকে লেগো সেট দেয়া হয় সেটাও বাচ্চার জন্য ভালো হবে। একদম ছোট বাচ্চাদের যারা কেবল বসতে পারে বা হাঁটতে শিখেছে তাদেরও এই লেগো সেট দিতে পারেন খেলার জন্য। এতে বাচ্চার বিকাশ ঠিক ভাবে হয়। বিল্ডিং ব্লক জাতীয় খেলাধুলা থেকে বাচ্চারা বেশ কিছু দক্ষতা অর্জন করতে পারে, যেমন –
– বাচ্চারা কোনো কিছু ঠিক ভাবে ধরতে শেখে। চোখে দেখে সেটা হাত দিয়ে ধরে সমন্বয় করা শেখে।
– জ্ঞান বৃদ্ধি পায়।
– ভাষার দক্ষতা বৃদ্ধি পায়।
– বাচ্চারা সৃজনশীল হয় এবং সমস্যা সমাধানে দক্ষ হয়ে ওঠে।
– নির্মাণ শৈলীর এমন খেলাধুলা বাচ্চাদের সামাজিক যোগাযোগের দক্ষতাও বৃদ্ধি করে।
– গাণিতিক সমস্যা সমাধানে দক্ষ হয়ে ওঠে।
– বিল্ডিং ব্লক জাতীয় গেম বাচ্চাদের মাঝে প্রকৌশলগত দক্ষতাও বৃদ্ধি করে।
কোথায় পাবো এই লেগো?
সরোবরে পাওয়া যাবে। আর পাওয়া যাবে আরিশাস কালেকশন এ। ঠিকানা: সি/৪, ব্লক-ই, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোন: ০১৭৭৭৬৫৫৫০৫