Awareness Blog

শাওয়ালের আগমন

আবু আইয়ুব আনসারি রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
যে ব্যক্তি রামাদানের সিয়ামে রাখবে অতঃপর শাওয়ালে ছয়টি সিয়াম পালন করবে সে যেন যুগভর সিয়াম থাকল।
[মুসলিম : ১১৬৪]
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যেন আমাদের এই নফল ছয়টি সিয়াম থাকার তাওফিক দান করেন।