সুস্থ্য থাকার জন্য প্রতিদিন মধু
ক’দিন আগেই কৃষি জমির অনেকখানি অংশই ছেয়ে গিয়েছিল সরিষা ফুলে ফুলে। আর তাই সরোবরের প্রতিনিধিগণের কর্মযজ্ঞও শুরু হয়ে গিয়েছিল বেশ ব্যপকভাবে। ক্ষেতের ধারে বসানো হয়েছিলো সারি সারি মৌমাছির বাক্স। সেখান থেকেই তো আমাদের স্টকে এসেছে মৌসুমের সরিষা ফুলের মধু।
এমনি করেই আর ক’দিন বাদেই লিচু ফুলের মধুও আহরণ করা হবে ইন শা আল্লাহ। এভাবেই সরোবরের মধু উৎপাদন ইউনিট কাজ করে যায় নিরলস ভাবে।
কখনও ছোটে সুন্দরবনের খলিসা ফুলের মধু আহরণে, কখনও কালোজিরা ক্ষেতের পাশে মধুর বাক্স বসিয়ে। আর বরই ফুলের মধু! সেও একই ভাবে সংগ্রহ করা হয় প্রতি মৌসুমে।
মধু খাওয়ার গুরুত্ব কম বেশি আমরা সবাই জানি। এটি সর্দিকাশি, অ্যাজমা সহ নানান রোগের ওষুধ। মধু হৃদপেশী, মস্তিষ্ক, স্নায়ু সহ শরীরের নানান অঙ্গপ্রত্যঙ্গর কার্যক্ষমতা ভালো রাখে। এছাড়াও আরো কতশত উপকারী দিক রয়েছে মধুর।
আল্লাহ তা’আলা কুরআনে মধুকে রোগ নিরাময়কারী বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন মধুতে শিফা রয়েছে, তিনি আমাদের মধু খেতে বলেছেন।
প্রতিদিনের খাদ্যতালিকায় সামান্য হলেও সুস্থ্য থাকার জন্য প্রতিদিন মধু রাখা খুবই জরুরি। আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সুস্থ থাকার জন্য প্রতিদিন নিয়ম করে মধু খাওয়া উচিৎ। আর আমাদের রয়েছে আসাল নামে পাঁচটি ভিন্ন ফ্লেভারের মধু। তো আপনি কোনটি নিচ্ছেন?
অনলাইনে ঘরে বসেই নিচের যেকোনো প্রোডাক্ট ও যেকোনো একটি উপায়ে অর্ডার করতে পারেন —
সরোবরের ওয়েবসাইট থেকে https://shorobor.biz
Shorobor (সরোবর) App এর মাধ্যমে (এপ ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে লিখুন- “Shorobor”)
ফেসবুক ইনবক্সে https://www.facebook.com/shoroborbd অথবা
সরাসরি কল করুন এই নাম্বারে 01750 18 00 55