Health Blog

হ্যান্ড স্যানিটাইজার

একটা পুরোনো গল্প বলি– এক বিরাট জঙ্গলে আগুন লেগে গেছে! সব পশুপাখি প্রাণভয়ে এদিক ওদিক ছুটোছুটি করছে। হুলস্থুল এক অবস্থা!

সবচাইতে ছোট যে পাখিটা- হামিং। ব্যতিব্যস্ত হয়ে সে ঠোঁটে করে ফোঁটা ফোঁটা পানি এনে ছিটাতে শুরু করলো প্রকান্ড আগুনের মাঝে। চারদিকে হাসির রোল পড়ে গেলো। এ আবার কেমন কাজ রে? এই বিন্দু বিন্দু পানিতে কি ই বা ক্ষতি হবে আগুনের?

হামিং বললো- আগুনটা হয়তো আমি নেভাতে পারবো না, কিন্তু আমার সামর্থ্যে যতটুকু ছিল ততটুকু তো আমি করার চেষ্টা করেছি, এই চেষ্টাটুকু হয়তো আমার রব দেখবেন।

আমাদের সামর্থ্য খুবই সামান্য। তবু এই অস্থির সময়টাতে যার যার জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত একেকটা হামিং হয়ে ওঠার। এমন একটা ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ তায়ালা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু দিয়েই কিছু একটা করা উচিত। যদি সেটা নিজেকে ঘরে বন্দী করে রেখে অপরকে বিপদে ফেলা থেকে রক্ষা করা হয়ে, তা-ও সই।

এই গা ছমছমে, গুমোট পরিস্থিতে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে সরোবর। যার প্রথমটাই ছিল হ্যান্ড স্যানিটাইজার তৈরি। আলহামদুলিল্লাহ,আমাদের এই হ্যান্ড স্যানিটাইজার গুলো WHO-এর ফরমুলেশন অনুযায়ী আমরা তৈরি করেছি। এর প্রতিটি বোতলে ২৫০ মিলি হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, যার দাম পড়বে ১৫০ টাকা।

ডেলিভারি সার্ভিস বন্ধ হয়ে যাবার কারণে এ মূহুর্তে আমাদের পক্ষে হোম ডেলিভারি দেয়া সম্ভব হচ্ছে না। তাই যারা কিনতে চাচ্ছেন তাদেরকে একটু কষ্ট করে সরোবরের মোহাম্মাদপুর অথবা খিলগাঁও অফিসে এসে সংগ্রহ করতে হবে। আর হ্যাঁ একজন সর্বোচ্চ ১০০ পিস হ্যান্ড স্যানিটাইজার নিতে পারবেন।

আল্লাহ সুবহানাহুতায়ালা আমাদের জন্য সামনের দিনগুলো সহজ ও সুন্দর করে দিন। আমিন