Honey Blog

রোগ নিরাময়ে মধু

দুনিয়াজুড়ে করোনার প্রকোপ! নিত্যনতুন রূপ পাল্টে আরো শক্তিশালী হয়ে আবির্ভূত হচ্ছে করোনা।

আল্লাহ তা’আলা আরোগ্য লাভের উপায় সহযোগেই রোগবালাই পাঠান। নির্দিষ্ট রোগের নির্দিষ্ট ওষুধ আবিষ্কার করা বিস্তর গবেষণার বিষয় ও সময় সাপেক্ষ। তবে কিছু খাবার আছে যা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আল্লাহর হুকুমে সেসব খাবার সব অসুখের বিরুদ্ধে লড়াই করে৷ এমনই খাবার হলো কালোজিরা, মধু।

কুরআনে আল্লাহ তা’আলা মধুকে রোগ নিরাময়কারী হিসেবে উল্লেখ করেছেন সুরা নাহলে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে বলেছেন বিভিন্ন হাদীসে।

সাধারণ সর্দি-জ্বর, ঠান্ডা জনিত অসুখ কিংবা করোনা সহ নানানরকম রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নিয়মিত মধু খেলে উপকার পাওয়া যাবে ইন শা আল্লাহ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পাশাপাশি মধুর অন্যান্য গুণগুলোও পাওয়া যাবে ইন শা আল্লাহ।

সরোবরে রয়েছে পাঁচটি ভিন্ন স্বাদের মধু। তাহলে আর দেরি না করে ওয়েবসাইট থেকে আপনার পছন্দ মত ফ্লেভার বাছাই করে অর্ডার করে ফেলুন ঝটপট! এছাড়াও খাটি মধুর দাম জেনে নিতে পারেন আমাদের ওয়য়েবসাইট থেকে।