Workshop - Shorobor

A Workshop on Work – for female only

পড়াশোনা শেষ করে বাসায় বসে আছ?

উচ্চশিক্ষিত মা কথাটা শুনে নিজের মধ্যে কুকড়ে যান। আসলেই তো? এত কষ্ট করে এত লেখাপড়া করে লাভ কী হলো? খালি সংসারের কাজ করতে তো আর মাস্টার্স করা লাগে না।
যে বোন নটা-পাঁচটা অফিস করেন তিনি ভাবতে থাকেন পরিবারকে বঞ্চিত করে টাকা কামাই করছি।
কী লাভ?
কোনো কোনো বোন বলছেন, পড়াশোনা তো করতেই হবে। স্বামীর আয়ের ওপর নির্ভর করা যাবে না। আগে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপর বিয়ে।

আবার নতুন ইসলাম মানতে শুরু করা তরুণীদের মনে হচ্ছে – এই দুনিয়াবি পড়াশোনা, কাজ-কর্ম করে কী হবে? আমি আল্লাহর জন্য কাজ করতে চাই। এরা পড়াশোনা ছেড়ে দিচ্ছে কিন্তু কাজের কাজ কিছু করতে পারছে না।

মানুষ এমন কাজ করে জীবন শেষ করে দিচ্ছে যাতে সে আনন্দ পায় না। আর যাতে সে আনন্দ পায় সেটা করার সুযোগ সে পাচ্ছে না। মায়েরা-খালারা জীবন সায়াহ্নে এসে বুড়ো বয়সে দেখছেন, আসল জীবনের জন্য, পরকালের জন্য তার কোনো প্রস্তুতি নেই।

আমাদের রিযক আসবে কীভাবে? স্বামীর রিযক আমার রিযক, না আমাকেও আয় করতে হবে? আমি আয় না করলে কীভাবে বাবা-মাকে সমর্থন দেব?

আমরা কাজ করব কীভাবে? কেন কাজ করব? ক্যারিয়ার গোছাতে হয় কীভাবে? আমরা তাহলে দুনিয়ার জীবনের কাজ আর আখিরাতের কাজের মধ্যে ব্যালান্স করব কীভাবে?

এই বিষয়গুলো নিয়ে সরোবর ঢাকায় একটা ওয়ার্কশপ আয়োজন করছে ইন শা আল্লাহ। ওয়ার্কশপটির নামঃ

‘A Workshop on Work’

ওয়ার্কশপটি মূলত একটি যাত্রা। যাত্রীদের কীভাবে পথ খুঁজে নিতে হয় সেটা শেখানো হবে ইন শা আল্লাহ।

ওয়ার্কশপে যেহেতু আমরা হাতে কলমে কাজ করি, সেহেতু আমাদের আসন সংখ্যা খুব কম – মাত্র ৪৮ জন। ভাইদের জন্য প্রায় ছটি ওয়ার্কশপ করার পরে এটি শুধু বোনদের জন্য।

যারা রেজিস্ট্রেশন করে বিকাশ পেমেন্টের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করবেন তারা আগে সুযোগ পাবেন।

ওয়ার্কশপ ফি ১০০০ টাকা, তবে ছাত্রীদের জন্য ৮০০ টাকা।

স্থান, তারিখ ও সময়ঃ

মোহাম্মাদপুর, রিং রোড, ঢাকা: শনিবার, ৩০ জুন, সকাল ৮টা ৪৫ থেকে বিকেল ৫টা।

রেজিস্ট্রেশন লিংক: https://goo.gl/GX7AKL

কোর্স কো-অরডিনেটরঃ
শরীফ আবু হায়াত অপু,
COO, CMO, Shorobor – সরোবর