কর্মক্ষেত্রে মোটিভেশন বা উদ্দীপনা ধরে রাখাটা প্রায় অসম্ভব একটি বিষয়। হুট করে একেকটা দিন আসে আমাদের কোন কিছুই করতে ইচ্ছে করে না। হয়তো চুপচাপ কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকা; দেখা গেলো কোন কাজ করতে, লিখতে বা তৈরি করতে হবে। কিছুই করতে পারছি না। যে কাজটা করছি তার উপরও একরাশ বিরক্তি জন্মে গেছে এর ওপর এই কাজের উদ্দেশ্য নিয়েও মনে সংশয় তৈরি হয়ে বসে আছে।
বেঁচে থাকতে হলে এই পৃথিবীতে আমাদের কাজ করতেই হবে। কর্মক্ষেত্রে সবসময় উদ্দ্যম আর উৎসাহ ধরে রাখা, কিংবা এর নিয়াত আর উদ্দেশ্যগুলো ঠিক কীভাবে নির্ধারণ করে নিলে আমরা আরও প্রোডাক্টিভ হতে পারব আর সঠিকভাবে নিজের কাজগুলোর উপর সুবিচার করতে পারব সেসব নিয়েই সরোবর তিন দিনের একটি অনলাইন ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে।
ওয়ার্কশপটির নাম: A Workshop on Work
রেজিস্ট্রেশন ফি: ৫০০ টাকা
তারিখ: ২৮, ২৯, ৩০ আগস্ট
সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা।