Health Blog

মাতৃগর্ভে আজওয়া খাজুরের অসামান্য অবদান

প্রচণ্ড প্রসব বেদনায় মারিয়াম আলাইহিস সালাম অস্থির।
একজন মালাইকা তাকে ডেকে বললেন, “তোমার দিকে খেজুর-গাছের কাণ্ডে নাড়া দাও, সেটা তোমার উপর তাজা-পাকা খেজুর ফেলবে।
সূরা মারিয়ামে এই ঘটনাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামাত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে রেখেছেন।

খেজুর কেন?

২০১৭ সালে প্রকাশিত একটি গবেষণাতে বিজ্ঞানীরা বলছেন, প্রেগনেন্সির শেষ দিকে খেজুর খেলে সন্তান জন্ম দেওয়া সুবিধের হয়।
সন্তান জন্ম দেওয়ার পরে খেজুর খেলে পোস্ট পাট্রাম ডিপ্রেশন ঠেকাতে সাহায্য করে, দুধের পরিমাণ বাড়ায়, নিফাসকালীন রক্তপাত কমায়।

আপনার পরিচিত কেউ নতুন মা হয়েছেন? অথবা নতুন মা হতে যাচ্ছেন?

তাকে আজওয়া খেজুর দিতে পারেন। কারণ উপরের উপকারের পাশাপাশি আজওয়া অদেখা আপদ থেকে সন্তান এবং মাকে নিরাপত্তা দেবে ইন শা আল্লাহ।

বিশেষ দ্রষ্টব্য: 
আসল আজওয়া কীভাবে চিনবেন?
ছবিতে আজওয়া খেজুরকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে।আসল আজওয়া খেজুরের গায়ে সূক্ষ সাদা সাদা দাগ থাকে।