দুধ খাওয়ার দু’আ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত- তিনি বলেন,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খায়, তখন সে যেন এ দু‘আটি পড়ে-
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَاَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ.
(হে আল্লাহ! তার মধ্যে আমাদের জন্য বারাকাত দাও এবং তা অপেক্ষা উত্তম খাদ্য দান করো)।
আর যখন দুধ পান করবে তখন যেন বলে,
‘اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ’’
(হে আল্লাহ! এর মধ্যে আমাদের জন্য বারাকাত দাও এবং তা আরো অধিক দান করো)।
কেননা দুধ ব্যতীত অন্য কোন জিনিসই খাদ্য ও পানীয় উভয়ের জন্য যথেষ্ট নয়।
[তিরমিযী ৩৪৫৫,মুসনাদে আহমাদ ১৯৭৮]