এবারের বর্ষায় বৃষ্টির পরিমাণ একটু বেশিই বলা যায় অন্যান্য বছরের তুলনায়। একটানা কয়েকদিনও থাকছে বৃষ্টি। এই স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়ায় আমরা সহসাই সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছি। আর অপরদিকে করোনা মহামারীতো রয়েছেই। এমন অবস্থায় ভিটামিন-সি সহ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন উপাদানগুলো নিয়মিত খাওয়া উচিৎ।
সর্দিকাশি বা জ্বর হলে প্রথমেই মাথায় আসে আদা চায়ের কথা। আদা চা সর্দি-জ্বর সারাতে সহায়ক ভূমিকা পালন করে। আবার অপরদিকে ভিটামিন সি এর কথা এলে জলপাই জাতীয় টক ফলের কথা মনে হয়। এটা তো আর জলপাইয়ের মৌসুম না। তাই জলপাই খাওয়াও সম্ভব না। কিন্তু কথা হচ্ছে আদা ছিলে থেঁতলে নিয়ে চা বানানো অনেকের কাছেই ঝামেলা মনে হয়।
অবশ্য, চিন্তার কিছু নেই, আপনাদের সুস্থ রাখার চিন্তা আমরাই মাথায় নিলাম নাহয়। আদা আর জলপাই শুকিয়ে গুঁড়ো করে আমরা আপনাদের জন্য বানিয়েছি জিনোলিভ। এটি সর্দি-জ্বর এর সময়ে তো খেতেই পারেন আবার সাধারণ সময়ে চায়ের মতোও খেতে পারেন। এতে করে শরীরে ভিটামিন- সি সহ অন্যান্য উপাদান পাবেন। যা শরীরের জন্য বেশ উপকারী। আপনারা তো জানেনই এসব উপাদানের গুণাবলীর কথা। তো আর দেরি কেন, লকডাউনে নিরাপদে ঘরে বসেই অর্ডার করে ফেলুন জিনোলিভ।
জিনোলিভ সম্পর্কে আরো জানতে ক্লিক করুনঃ Ginolive (জিনোলিভ)