Ginolive Blog

শীতের প্রশান্তিতে জিনোলিভ

এই শীতে সর্দি-কাশি, গলায় খুসখুস ভাব, গ্যাস্ট্রিক, পেট খারাপ সহ নানানরকম অসুখ লেগেই আছে।
সর্দি-কাশিতে আরাম পাওয়ার জন্য মসলা চা কিংবা ভিটামিন সি যুক্ত ফল খান অনেকেই। আবার পেটের অসুখ বা গ্যাস্ট্রিক কমাতে আদাকুচিও খেয়ে থাকেন কেউ কেউ।
কেমন হয় যদি আমরা আপনাদের এই আদা আর ভিটামিন সি যুক্ত ফল কৌটাবন্দী করে দেই? জ্বি, বলছিলাম – জিনোলিভের কথা। আপনারা তো জানেনই আদা এবং জলপাই শুকিয়ে গুঁড়ো করে আমরা আবিষ্কার করেছি জিনোলিভ।
আলহামদুলিল্লাহ এই জিনোলিভ সর্দিকাশি, পেটের অসুখ, অতিরিক্ত মেদ-ভুড়ি কমানো সহ নানান উপকার করে থাকে।
– পানিতে জিনোলিভ মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মধু যোগ করে সকাল বেলায় খালি পেটে খেলে তা চর্বি কাটতে সহায়তা করে।
– জিনোলিভ গ্রিন টির সাথেও খাওয়া যায়।
– মসলা চায়ে অন্যান্য মসলার সাথে এই জিনোলিভও দেয়া যায়।
– আর গরম পানিতে শুধু জিনোলিভ ফুটিয়ে তো খাওয়া যাই’ই।
তো আপনি কিভাবে জিনোলিভ খেতে পছন্দ করেন? কমেন্টে জানিয়ে দিন।