মধু ক্ষত সারায় কীভাবে?
মধুতে শিফা আছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের কুরআনের সূরা নাহলে জানিয়েছেন। এটা যে শুধু খাবার ওষুধ তা নয়, ক্ষতস্থানে মধু চমৎকার ঔষধ হিসেবে কাজ করে।
আপনি জানেন কি মধু কীভাবে ক্ষত সারায়?
সাধারনত তিনটি প্রকৃয়ার মাধ্যমে ক্ষত সারিয়ে তোলে –
১/ মধুর পিএইচ সাধারণত ৩-৪.৫ এর মধ্যে হয়। এই কম পিএইচের কারণে রক্তের লোহিতকণিকা থেকে অক্সিজেন সহজেই বের হয়ে আসতে পারে। ক্ষতস্থানে যত বেশি অক্সিজেনের আসা-যাওয়া থাকবে তত তাড়াতাড়ি ক্ষত শুকিয়ে যাবে। এ ছাড়াও কম পিএইচে প্রোটিয়েজ নামের এনজাইমতা কার্যকারীতা হারায়। ফলে ক্ষতস্থানে কোলাজেন সহজে জমতে পারে।
২/ মধুতে ইনভার্টেড সুগারের ঘনত্ব বেশি থাকে। ফলে যে কোনো কোষ থেকে মধু অভিস্রবণ প্রক্রিয়ায় পানি বের করে আনতে পারে। এতে ক্ষতস্থানে ফোলা কমে যায় এবং সহজে লসিকারস ক্ষতস্থানে পৌঁছাতে পারে। অন্যদিকে ব্যাকটেরিয়া কোষ থেকে পানি বের করে নিলে তারা আর বংশবৃদ্ধি করতে পারে না। মধু এভাবে অ্যান্টিবায়োটিকের কাজও করে।
৩/ মধুর মধ্যে এমন কিছু পদার্থ আছে যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াকেও দমন করতে পারে। যেমনঃ methicillin-resistant Staphylococcus aureus (MRSA) এর মতো খতরনাক জীবাণু ক্ষতস্থানপেলেই সেখানে আনন্দে বসতি গড়ে। ক্ষতস্থানে মধু দিলে এই ব্যাকটেরিয়াগুলো অক্কা পায় যাদের অ্যান্টিবায়োটিক দিয়েও মারা কঠিন হয়ে যায়।
ক্ষত সারানো সহ মধুর অন্য যতরকম উপকারিতা রয়েছে বলে আমরা জানি সব গুলো একসাথে করে আমরা আপনাদের জন্য একটি আলাদা আর্টিকেল লিখেছি।
আর্টিকেলটি পড়তে ক্লিক করুনঃ মধুর উপকারিতা এবং আদ্যোপান্ত। এছাড়াও সরোবরের খাটি মধুর দাম জানতে ক্লিক করুন।
উৎস – www.healthline.com
MasaAllah