Honey Gift Pack/ মধুর উপহার সামগ্রী
সব ভাগ্নে ভাগ্নীর সুপার হিরো হলো রাকিব মামা। অনেকটা এমন যে, মামা যেখানে চিন্তা নাই সেখানে। ছোটবেলায় বাচ্চাদের কত অ্যাডভেঞ্চারেই না নিয়ে গিয়েছেন মামা। কত দুরন্তপনায় দিন কেটেছে মামার সাথে। মৌমাছিও রক্ষা পায় নাই মামার কবল থেকে। যেখানেই শুনেছেন চাক আছে ছুটে গিয়েছেন চাক ভেঙে মধু সংগ্রহ করতে। বাচ্চাদেরও নিয়ে যেতেন কখনো সখনো। তারা একটা দুইটা কামড় খেয়ে আর কখনো যায়নি মামার সাথে।
সময়ের পরিক্রমায় বাচ্চারা বড় হয়েছে, স্কুলের শেষের দিকে বা ইউনিভার্সিটিতে পড়ছে তারা। মামা তাও তার মধু অভিযান থামিয়ে রাখেন নাই। সুন্দরবন থেকে শুরু করে দেশের অন্যান্য প্রান্তও চষে বেড়িয়ে মধু সংগ্রহ করে আত্মীয়স্বজনদের কাছে পাঠান। মধুর জন্য এমন পাগলামো দেখে তাকে বাচ্চারা মধু মামা বলে ডাকে। কিন্তু এবার মামা এক দুর্ঘটনার শিকার হয়ে মামার পা ভেঙেছে। পায়ে কত কিছু লাগিয়ে এরপর বেঁধে ঝুলিয়ে রেখেছে সটান করে। কমপক্ষে ছয় মাস লাগবে পুরোপুরি সুস্থ হতে।
সব ভাগ্নে-ভাগ্নীরা মিলে ঠিক করল মামাকে দেখতে যাবে। মামাকে আনন্দ দিতে বাড়ির উঠানে বন ফায়ার করবে, বার্বিকিউ করবে আর মামা জানালা দিয়ে দেখবে। মামার এইবার আর মধু সংগ্রহ করা হবে না, তা জানে সবাই। মামার জন্য তো মন খারাপ হচ্ছেই সাথে আরেকটা আফসোসও আছে, এই শীতে খাঁটি মধু আর খাওয়া হবে না।
মধু মামার এক ভাগ্নে সরোবর থেকে মধু ছাড়া প্রায় সব জিনিসই কেনে। এবার ভাবল সরোবরের কালোজিরা, সরিষা, লিচু, বরই, সুন্দরবনের খলিশা আর মিশ্র ফুলের মধুর একটা গিফট প্যাক বানিয়ে নিয়ে যাবে মামার জন্য।
মামাবাড়ি গিয়েই মামাকে মধুর বান্ডেল গিফট প্যাকটি দিল ভাগ্নে। মামা কাঁচের জারে মধু দেখে মনঃক্ষুণ্ণ হয়ে বলল, বোতল বন্দী মধু কি আর ফ্রেশ মধুর স্বাদ দেবে রে ভাগ্নে! ভাগ্নে বলল, আরে মামা টেস্ট করেই দেখো না, যদি তোমার ভালো না লাগে কথা দিলাম, আমি নিজে গিয়ে ঘুরেঘুরে মধু সংগ্রহ করে আনব তোমার জন্য।
মামা সবগুলো থেকে টেস্ট করে দেখে বললেন, এগুলো তো ফ্রেশ একদম! খাঁটি একেবারে। যা লাগবে না আর তোর মধু সংগ্রহ করা। এগুলোই পাঠাস আমার জন্য। আর শোন, সব আপা-দুলাভাইদের জন্য আমার তরফ থেকে এই মধুর গিফট প্যাক পাঠিয়ে দিবি, যাওয়ার সময় টাকা নিয়ে যাস।
ঢাকার ভিতরে থাকলে পাচ্ছেন হোম ডেলিভারি মাত্র ১-২ কার্যদিবসে। ঢাকার বাইরে ২-৩ কার্যদিবসের মধ্যে পৌঁছে যাবে আপনার কাছে। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন এবং উপভোগ করুন প্রকৃতির অকৃত্রিম সুস্বাদ ও সুস্বাস্থ্য। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সর্বোচ্চ মানের পণ্য ও সেবা নিয়ে হাজির হতে।