Honey Blog

মধু কি শুধু শীতের জন্য ?

শীতের শুরুতেই আমাদের বেশ কিছু প্রস্তুতি থাকে । গরম পোশাক-আশাকের পাশাপাশি ঠাণ্ডা লাগলে আদা চা কিংবা মধু খাওয়ার ধুম পরে যায়! শীত গেলে সেটা আর দেখা যায় না তেমন!!

আমাদের এখানে ধারণতাগত কিছু ভুল রয়েছে, সেটা কিরকম? আমরা অনেকেই ভাবি মধু শুধু শীতকালেই খাওয়া যাবে, এতে শরীর গরম থাকবে, ঠান্ডা লাগবে না। কিন্তু মধুর স্বাস্থ্য উপকারিতে কিন্তু সারা বছরই বিদ্যমান থাকে।

ন্যাশনাল হেলথের মতে, মধুতে থাকা এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ইনফ্লেমেটরি প্রোপারটিজ এর কারণে যেকোনো সিজনেই ঠান্ডা-কাশি নিরাময়ে মধু খুব কার্যকরী ভূমিকা পালন করে।

এছাড়া মধুর এই গুণের কারণে ঘা নিরাময় ও পোড়াভাব কমাতে মধু ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরেই।

তাই মধু শুধু শীতেই খেতে হবে এমন ধারণা থেকে বের হয়ে নিয়মিত পরিমিত পরিমাণে মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ইনশা’আল্লাহ।

খাঁটি মধু অর্ডার করতে পারেন সরোবরে। অর্ডাএ করতে ক্লিক করুনঃ Honey price

Leave a Reply