যাইতুন এর তেল কেন ব্যবহার করবো?
যাইতুন এর তেল কেন ব্যবহার করবো এর অনেক বৈজ্ঞানিক কারন চাইলে বের করে ফেলাই যায়। হোক সেটা রান্নায় ব্যবহারের সবচেয়ে স্বাস্থ্যকর অপশন হিসেবে কিংবা গায়ে মাখার উন্নততর মাধ্যম হিসেবে।
তবে এই সব কিছুর বাইরেও আমরা মুসলিমরা যাইতুনের প্রতি একটু বেশিই দুর্বল।
কেন??
কারন পবিত্র কুরআনে আল্লাহ্ রব্বুল আলামিন যাইতুন এর কথা বলেছেন। আমাদের নবী মুহাম্মদ সাঃ ও বিভিন্ন সময়ে যাইতুন উপকারীতার কথা বলেছেন। এমনকি এমনও এসেছে বর্ণনায় যাইতুন এর তেল গায়ে মাখা থাকলে জ্বিন শাইত্বান কাছে আসতে পারে না। এর মধ্যে শারীরিক শিফাও আছে।
তাহলে কেন ব্যবহার করবো না এই তেল? সুস্থ হবার নিয়তে, ভালো থাকার জন্য বেছে নিতে পারি প্রতিদিনের সাথী হিসেবে। বাচ্চাদের খাবার বা গায়ে ব্যবহারের জন্য।
Olive Oil Price in Bangladesh এখানে ক্লিক করে জেনে নিন যাইতুন তেলের দাম।