বান্দারা শুধু মাত্র এক মহান আল্লাহ্ এর নামেই কসম খেতে পারেন, কিন্তু মহান আল্লাহ যখন কোন কিছুর নামে কসম খান এর অর্থ দাড়ায় যে, ঐ জিনিস টার বিশেষ কিছু অবদান বা গুনাগুন রয়েছে।
পবিত্র কুরআন এ আল্লাহ্ তার বিশেষ কিছু সৃষ্টি এর নামে কসম খেয়েছেন। এর ভিতরে সুরা ত্বীন এ আমরা দেখতে পাই আল্লাহ্ বলেন-
“শপথ ডুমুর ও যাইতুনের। এবং সিনাই প্রন্তরস্থ তূর পবর্তের। এবং এই নিরাপদ নগরীর (মক্কা)। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম আকারে।”
নিশ্চয়ই আল্লাহ্ তার বিশেষ কিছু সৃষ্টি এর কথা এখানে উল্ল্যেখ করেছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই তীন ও যাইতুন আল্লহ এর বিশেষ এক সৃষ্টি যাতে রয়েছে মানব কুলের জন্য কল্যান। এছাড়াও আমরা তো নবীজী ( সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর হাদিস থেকে জানতে পারি
“তোমরা যাইতুনের তেল খাও এবং মাখো, কেননা নিশ্চয়ই এটা কল্যাণময় গাছ থেকে প্রাপ্ত” __ তিরমিজী-১৭৭৫
আমাদের জাইতুন কিনতে চাইলে ঘুরে আসতে পারেন আমাদের অনলাইন শপ থেকে। Extra Virgin Olive oil price in BD এখানে ক্লিক করে অর্ডার করতে পারেন এখনি।