LEARNING- HOW TO LEARN
শেখার পথে বাঁধা কিসে!আমরা শিখতে চাই নতুন নতুন অনেক কিছু। কিন্তু শেখার সঠিক পদ্ধতির অভাবে একটা সময় মাঝপথে খেই হারিয়ে ফেলি। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, কিভাবে কোনো কিছু শিখতে হবে এটাও যে শেখার ব্যাপার তা কিন্তু অধিকাংশ মানুষই জানেন না। সঠিক পদ্ধতির অভাবে একটি বিষয় সম্পর্কে পরিপূর্ণ দক্ষতা অর্জন করা যায় না।
শেখার পদ্ধতি অনেকটা বিল্ডিং বানানোর মতো। অর্থাৎ, একটা বিল্ডিং করতে আপনার অনেক অনুষঙ্গ প্রয়োজন হবে। ইট, বালি, সিমেন্ট, রট আরো কতো কী! একটা করে ইট গাঁথতে গাঁথতে একটা সময় সুউচ্চ অট্টালিকা হয়ে যাবে। এটা নিশ্চয়ই এক দিনে হবে না!ঠিক আপনার কোনো বিষয়ে দক্ষ হতে হলেও ঐ বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। তারপর আপনার সময়, মেধা, পরিশ্রম, মনোযোগ, পরিমিত বিশ্রাম ইত্যাদির সমন্বয়ে সেটায় আপনার দক্ষতা পরিলক্ষিত হবে। একেক মানুষের শেখার পদ্ধতি একেক রকম।
কেউ দেখে শেখে, কেউ শুনে শেখে, আবার কেউবা শেখে বাস্তব জীবনে সে বিষয়গুলোর সাথে নিবিড় অনুশীলনে। আপনি একটা বিষয় শিখতে বা দক্ষতা অর্জনে কিসে গুরুত্ব দিতে চান? খুব পরিশ্রম করে শেখা নাকি বুদ্ধিদীপ্ত পড়াশুনা করে শেখা!
কিভাবে একটি বিষয়ে দক্ষতা অর্জনে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হয় মূলত তা নিয়েই আমাদের নতুন ওয়ার্কশপ – Learning – How To Learn.
এই ওয়ার্কশপ টি যাদের জন্য – যারা শিখতে চান, নতুন কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, যাদের বয়সকে বাঁধাধরা কোনো বছরের হিসেবে আটকে রাখা যায় না, যারা নিজেদেরকে সবসময় ছাত্র পরিচয় দিতেই ভালোবাসেন, যারা ভাবেন – বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
রেজিস্ট্রেশন লিংক কমেন্ট সেকশনে দেয়া আছে।
ওয়ার্কশপের ফি – ৮০০ টাকা ওয়ার্কশপটি তিনটি সেশন এ হবে।
প্রথম সেশন –২৭ আগস্ট (শুক্রবার)বিকাল ৩ টা থেকে ৬ টা
দ্বিতীয় সেশন –২৮ আগস্ট (শনিবার)সন্ধ্যা ৭.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত।
তৃতীয় সেশন –২৯ আগস্ট (রবিবার)সন্ধ্যা ৭.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত।
**যারা সফলভাবে সব সেশন এ অংশগ্রহণ করবেন তাদের ভার্চুয়াল সার্টিফিকেট দেয়া হবে।
ওয়ার্কশপটি যিনি পরিচালনা করবেন -জুনায়েদ মুনীর (এমবিএ ইন জেনারেল বিজনেস, লামার ইউনিভার্সিটি, টেক্সাস, ইউএসএ)।Additional DirectorInstitutional Quality Assurance Cell (IQAC)United International Universityজুনায়েদ মুনির স্যার, যিনি দীর্ঘ ২৩ বছর অ্যামেরিকা, সৌদি আরব এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্ট, ট্রেইনার এবং শিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং IQAC এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন।