মৌমাছি সম্পর্কে ৭ টি মজার তথ্যঃ
- মৌমাছি হলো একমাত্র পোকা যার উৎপাদিত পদার্থ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে।
- গড়পড়তা কর্মী মৌমাছি তার জীবনে এক চা চামচের ১২ ভাগের ১ ভাগ পরিমাণ মধু উৎপাদন করে।
- দুই চা চামচ মধু একটি মৌমাছিকে সারা পৃথিবী এক চক্কর দেওয়ার শক্তি যোগায়।
- একটি কলোনিতে ২০,০০০ থেকে ৬০,০০০ মৌমাছি থাকতে পারে যার ৯৯%-ই স্ত্রী বা কর্মী মৌমাছি। কিন্তু চাকে রাণী থাকে একটি।
- ১ কেজি মধু আহরণ করতে একটি চাকের মৌমাছিদের প্রায় ৯০,০০০ মাইল উড়তে হয়, যা পৃথিবী ৩ চক্কর দেওয়ার সমান।
- মধু হলো একমাত্র খাবার যাতে জীবনধারণের প্রয়োজনীয় সকল উপাদান আছে। এতে আছে এনজাইম, ভিটামিন, খনিজ পদার্থ এবং পানি।
- কুরআনে তিনটি পতঙ্গের নামে তিনটি সূরার নামকরণ করা হয়েছে – মৌমাছি, পিপড়া এবং মাকড়সা।
[ছবি কৃতজ্ঞতাঃ ঝ্যাং বো, গেটি ইমেইজ]