রাসুল স. খাবারের রুটিনের সাথে যাইতুন
আমরা মাঝে মাঝে সিয়াম থাকি। সিয়াম শেষে ইফতারের জন্য আমাদের প্রথম পছন্দ খেজুর।কিন্তু একটি হাদিসে পাওয়া যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুটি এবং যায়তুনের তেল দিয়েও ইফতার করেছেন। আনাস রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা’দ ইবনে উবাদাহ রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হলেন। তিনি রুটি ও (যায়তুনের) তেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে পেশ করলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেয়ে নিচের দু‘আ পড়লেন,
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الأَبرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ المَلاَئِكَةُ
অর্থাৎ, সিয়াম পালনকারীগণ তোমাদের নিকট ইফতার করল। সৎব্যক্তিগণ তোমাদের খাবার খেল এবং ফিরিশতাগণ তোমাদের (ক্ষমার) জন্য দু‘আ করলেন। [ সহীহ আবূ দাঊদ ৩৮৫৬]
আপনার খাবারের রুটিনে-ও থাকুক জাইতুন। জাইতুন তেলের দাম জানতে ক্লিক করুন।