কীভাবে তৈরি হয় ‘সরোবরের’ শাল, কম্বল ও হুডি

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
বছর পেরিয়ে আবারও এলো শীত। বিতরণের জন্য বা নিজে ব্যবহারের জন্য এ বছর যারা কম্বল, শাল কিংবা হুডি কিনবেন ভাবছেন তারা এক নজরে দেখে নিন সরোবর কীভাবে তৈরি করে শীতবস্ত্রগুলো।
সরোবরের শীত নিবারণ কর্মশালা, ধুনট, বগুড়া।
সরোবরের কম্বল, হুডি এবং শালের কাঁচামাল গার্মেন্টস শিল্পের পরিত্যক্ত ঝুট কাপড়।
শ্রমিকদের আমরা কাঁচামাল দেওয়ার সময় বুঝিয়ে দিই কেমন মানের কম্বল চাই আমরা।
শ্রমিকরা ঝুট কাপড়গুলো থেকে একই রকম ও রঙের কাপড় বাছাই করে।
তারপর সাইজ মেলানোর জন্য ঝুট কাপড়গুলো কাটেন তাঁরা।
ঝুটের টুকরোগুলো এক সাথে করে সেলাই করেন শ্রমিকেরা – মাঝখানে কিছুটা কাপড় বাড়তি রেখে। এভাবেই অনেকগুলো টুকরো একসাথে করে একটা কম্বল তৈরি হয়। দুই স্তরের এই কম্বলে জোড়গুলো ভেতরে থাকে বলে বাইরে থেকে দেখা যায় না।
আমরা ভালো মানের সুতা ব্যবহার করি যেন জোড়গুলো সহজে ছিড়ে না যায়।
ঝুট বাছাই ও সেলাই এর কাজগুলো শ্রমিকরা বাড়িতে বসেই করেন। তাদের বাসার কাজের ফাঁকে ফাঁকে তারা এই কাজ করতে পারেন। প্রতিদিন কারখানায় হাজিরা দিতে হয় না।
সরোবরের কর্মীরা শ্রমিকদের বাড়ি থেকে তৈরীকৃত কম্বল সংগ্রহ করে আনে, আর দিয়ে আসে নতুন আরেক বস্তা ঝুট।
আমাদের ন্যুনতম মাপ ৭ ফিট বাই ৫ ফিট। আমরা অনেক সময় কাপড় মেলানোর জন্য কম্বলগুলো মাপে একটু বড় করি, কিন্তু ছোট না। কারখানায় আসার পরে আমরা মেপে দেখি দৈর্ঘ্য-প্রস্থে ঠিক আছে কিনা!
সেলাই করার খুঁতগুলো খুঁজে বের করি আমরা। পেলে সেটাকে পাঠিয়ে দিই মেরামত করার জন্য।
নানাভাবে কোয়ালিটি চেক করা হয়। দৈর্ঘ্যের পাশাপাশি ওজন করা তার মধ্যে একটি।
সবকিছু ঠিক থাকলে একটা পলিপ্যাকে একটা কম্বল প্যাক করা হয় যাতে এতে ধূলা-ময়লা না লাগে।
ঝুট কাপড় থেকে তৈরি হওয়ায় আমাদের কম্বল নানান রঙের হয়ে থাকে। তবে সাদা, কালো বেশি থাকে।
এক বস্তায় দশটা কম্বল করে মাস্টার প্যাকেজিং করা হয়। অর্ডার দেওয়ার সময় তাই দশের গুণিতক দিলে পরিবহন খরচ কম পড়ে।
৭-১৪ বছর বয়সী বাচ্চাদের জন্য হুডি তৈরি করি আমরা। এগুলোও ঝুট কাপড়ের, তবে বড় টুকরো দিয়ে তৈরি।
হুডি পরা হাসিমুখ – স্কুল বা মাদ্রাসার বাচ্চাদের জন্য এটা বেশ আরামদায়ক পোশাক যেহেতু ঘাড় এবং মাথা ঢাকা যায় একবারে।
ঝুট কাপড় থেকে বিশেষ প্রযুক্তির মাধমে সুতা তৈরি করা হয়। এ সুতা দিয়ে বোনা হয় শাল!!
শালও অনেক যত্নে তৈরি করা হয়। তারপর কোয়ালিটি চেকিং তো আছেই। মান উত্তীর্ণ হলেই লাগে সরোবরের নাম।
নানান রঙের শালের সম্ভার আছে আমাদের। শুধু বয়ষ্ক মানুষদের শীত নিবারণের জন্য না, এগুলো উপহার হিসেবে দেওয়ার জন্যও চমৎকার।
সরোবরের শাল, কম্বল ও হুডি কিনে
১/ ক্রেতারা নিজে ব্যবহার করতে পারেন।
২/ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরীব মানুষদের মাঝে বিতরণের জন্য অর্ডার করতে পারেন। এত কম দামে এত ভালো শীত নিবারণ পোশাক বাজারে দুর্লভ। অর্ডার দিলেই দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিই আমরা।
৩/ নিজেরা বিতরণ করতে না চাইলে আমাদের দায়িত্ব দিতে পারেন বিতরণের জন্য। আমরা সারা দেশে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এমন মানুষদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাদের শীতের পোশাক প্রয়োজন।
এ শীতে বিতরণের জন্য কম্বল, হুডি, শাল কিনতে ভিজিট করতে পারেন আমাদের সাইট – https://www.shorobor.biz/product-category/social-business/wiw/
অথবা মেইল করতে পারেন – info@shorobor.org – এই এড্রেসে।
অথবা কল বা মেসেজ করতে পারেন +8801322-838711 অথবা +8801861005555 (WhatsApp) নম্বরে।