Workshop on Work
কনফুসিয়াস নাকি বলেছিলেন, যদি তুমি পেশাকে আনন্দ হিসেবে নিতে পারো তাহলে বাকি সারা জীবনে আর কাজ করা লাগবে না।
আমরা ওয়ার্কশপ অন ওয়ার্কে এই ব্যাপারটাকে ফোকাস করতে চাইছি। মানুষ এমন কাজ করে জীবন শেষ করে দিচ্ছে যাতে সে আনন্দ পায় না। আর যাতে সে আনন্দ পায় সেটা করার সুযোগ সে পাচ্ছে না।
সবচেয়ে ভয়াবহ ব্যাপার, সারা জীবন কাজ করার পরে বুড়ো বয়সে সে দেখছে, আসল জীবনের জন্য, পরকালের জন্য তার কোনো প্রস্তুতি নেই।
আবার এর বিপরীত চিত্র-ও আছে। নতুন ইসলাম মানতে শুরু করা তরুণদের মনে হচ্ছে – এই দুনিয়াবি পড়াশোনা, কাজ-কর্ম করে কী হবে? আমি ইসলামের জন্য কাজ করতে চাই। এরা কাজ ছেড়ে দিচ্ছে কিন্তু কাজের কাজ কিছু করতে পারছে না।
পুরো ব্যাপারটার ব্যালান্স কীভাবে হবে?
আমাদের ওয়ার্কশপটি মূলত একটি যাত্রা। যাত্রীদের জীবন চলার পথে কীভাবে পথ খুঁজে নিতে হয় সেটা শেখানো হবে ইন শা আল্লাহ।
এই ওয়ার্কশপটি এবার করা হচ্ছে অনলাইনে ইনশাল্লাহ।
ওয়ার্কশপ ফি ৫০০ টাকা।
তারিখ ও সময়: ২২ ও ২৩ জানুয়ারি, সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ৩০ মিনিট।
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd3jtlNsz1wPaVHqFitd3lnbSJoegJgwPTTVeuVmBeCxMtAYQ/viewform
কোর্স কো-অরডিনেটরঃ
শরীফ আবু হায়াত অপু,
চীফ মার্কেটিং অফিসার,
Shorobor – সরোবর